হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫২তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৫আগষ্ট) সকাল ১০ টায় বীরশ্রেষ্ঠ’র জন্মভিটা নূর মোহাম্মনগরে শোক র্যালী, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অব অনার, কোরআনখানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট এর আয়োজনে জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, নূর মোহাম্মদ ট্রাস্ট, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করা হয়। পুলিশের পক্ষ থেকে এই জাতির শ্রেষ্ঠ এই বীর যোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি যাদুঘরে আলোচনা সভার আয়োজন করা হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাষ্টের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচীব আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এড. এসএ মতিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে গোলাম মোস্তফা বক্তব্য রাখেন।