নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা রোভারের আয়োজনে জাতীয় প্রতিভা অন্বেষণে জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শনিবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলার ওভারের সহকারী কমিশনার ও সহকারী অধ্যাপক প্রবীর কুমার বিশ্বাস।প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস। জেলা রোভারের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক কাজী ওবায়দুল্লাহ তুহিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক ডি আর এস এল আব্দুল মান্নান, কলেজ শিক্ষক এহসান কবীর, আবু সাঈদ, বাবলু মহলদার প্রমুখ।