হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জসিম মোল্যা হার্ট এ্যাটাকে মারা গেছেন। ইউপি সদস্য আতাউর রহমান মোল্যা জানান, সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে চেয়ারম্যান জসিম মোল্যা মাইজপাড়া বাজারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিক তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে আনা হয়। হাসপাতালে নেয়ার ১০ মিনিটের মধ্যে তিনি চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তার স্ত্রী, একটি ছেলে ও একটি মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। জনপ্রিয় চেয়ারম্যান জসিম মোল্যার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।