নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এড. সুবাস চন্দ্র বোসকে সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার দুপুরে নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতি কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়।
নড়াইল সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো: আব্দুর রশীদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন সংবর্ধিত নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এড. সুবাস চন্দ্র বোস, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধ্রুব কুমার ভদ্র, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, সদর উপজেলা শিক্ষক সমিতির উপদেষ্টা নড়াইল কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চন্দ্র পাল, রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাখাওয়াত হোসেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরদার, নাকসী এবিএস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হায়দার আলী, বল্লারটোপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরিদুল ইসলাম, মুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার বিশ^াস প্রমুখ। বক্তব্যকালে জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস শিক্ষক সমিতির উন্নয়নে অনুদান দেয়ার আশ^াস দেন।