বিনোদন রিপোর্ট
২০১৫ সালে চ্যানেল আই ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় বিজয়ী হন নুজহাত সাবিহা পুষ্পিতা। এরপর থেকে স্টেজ, টিভি, বেতার সব মাধ্যমে নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। নিয়ে আসছেন নতুন নতুন মৌলিক গানও।
সেই ধারাবাহিকতায় গত সোমবার ‘জানি তোর সময় নেই’ শিরোনামে গান-ভিডিও প্রকাশ করেছেন পুষ্পিতা। এটি প্রকাশিত হয়েছে ইউটিউবে শিল্পীর নিজস্ব চ্যানেল ‘নুজহাত সাবিহা পুষ্পিতা’ থেকে।
গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন । সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল। ভিডিও পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন এবং সার্বিক তত্ত্বাবধানে চ্যানেল আই।
গানটি নিয়ে পুষ্পিতা বলেন, ‘গানের কথা ও সুর আমার মন ছুঁয়ে গেছে। সাধ্যমতো চেষ্টা করেছি ভালো গাওয়ার। আমি যে ধরনের গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি এই গানটি সেরকমই। আশা করি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’
শাহরিয়ার আলম মার্সেল বলেন, ‘পুষ্পিতা গানটি দারুণ গেয়েছে। তার গায়কী এক কথায় চমৎকার। তার কণ্ঠে একটি ভালো গান শ্রোতাদের উপহার দিলাম। পুষ্পিতার জন্য শুভকামনা সবসময়।’