জন্মভূমি ডেস্ক : ভারতের রিয়্যালিটি শোগুলোর মধ্যে অন্যতম বিগ বস। টেলিভিশনে সম্প্রচারের পর ডিজিটাল প্ল্যাটফর্মেও হিট এই শো। বিগ বস ওটিটি-র প্রথম দুই পর্বের সাফল্যের পর এবার আসতে চলেছে তৃতীয় সিজন। আর সেখানেই নতুন চমক।
ইতোমধ্যেই জিও সিনেমার অফিসিয়াল ওয়েবসাইটে মুক্তি পেয়েছে শোয়ের নতুন প্রোমো। সেখানে একেবারে ভিন্নধারায় ভক্তদের মাঝে ধরা দিয়েছেন অনিল কাপুর। আলো আঁধারির মধ্যে একটি বাদশাহী চেয়ারে বসে রয়েছেন বলিউডের এ অভিনেতা। পাশ থেকে একজন বলে ওঠেন- ‘স্যার ঝাক্কাস’! যার উত্তরে অনিল বলেন, ‘বহুত হোগায়া ঝাকাস, কারতে হ্যায় না কুছ অর খাস।’
বেশ কয়েক বছর ধরে বিগ বসে সালমান খানের সঞ্চালনা দর্শক মনে আলাদা জায়গা করে নিয়েছে। শিল্পা শেট্টিও একবার বিগ বস সঞ্চলনা করেছিলেন। কিন্তু সালমানের জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেননি।
এদিকে বিগ বস থেকে সালমান খান বাদ পড়লেন কিনা তা নিয়ে অনুরাগীদের মনে ক্ষোভ জন্মেছে। যদিও সালমান যে এই ওটিটি সঞ্চালনা থেকে বিরতি নেবেন তা বেশ অনেক দিন থেকে গুঞ্জন ছিল।
জানা যায়, চলতি বছরের জুন মাসে শুরু হবে বিস বস ওটিটি সিজন ৩। যদিও নির্মাতারা এখনও নিশ্চিতভাবে তারিখ ঘোষণা করেননি। গত সিজনে সালমনের সঞ্চালনায় বিজয়ী হয়েছিলেন এলভিস যাদব।
নতুন সিজনের সম্ভাব্য প্রতিযোগীরা হলেন, শেহজাদা ধামি, প্রতীক্ষা হনমুখে, ম্যাক্সটার্ন, চন্দ্রিকা দীক্ষিত! বাকি প্রতিযোগীদের নাম এখনও নিশ্চিত হয়নি। সালমনের ‘উইকেন্ড কে ওয়ার’ দেখার জন্যেই এই অনুষ্ঠানের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। অনিল কি সালমানকে টেক্কা দিতে পারবেন, তা অবশ্য সময়েই উত্তর দেবে।