জন্মভূমি ডেস্ক : চীনের সঙ্গে গভীর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের রাজধানী বেইজিংয়ে বেল্ট অ্যান্ড রোড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি বানিয়েছে চীন। সেখানে বুধবার তিনি ভাষণ দেন। ওদিকে এই ফোরামকে ব্যবহার করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার দৃষ্টিতে নতুন এক বিশ্বব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এর আগে অঘোষিত এক উদ্বোধনী ভাষণে সুষ্ঠু ব্যবস্থায় বহুমাত্রিক বিশ্ব গড়ে তোলার জন্য শি জিনপিংয়ের পররাষ্ট্রনীতির প্রশংসা করেন পুতিন। তিনি বলেন, রাশিয়া এবং চীন সমতাভিত্তিক এবং পারস্পরিক সুবিধা সম্বলিত সহযোগিতা ভাগাভাগি করে। এর মধ্যে সভ্যতার বৈচিত্র আছে। প্রতিটি দেশের তার নিজস্ব উন্নয়ন মডেলের অধিকার আছে বলে মন্তব্য করেন পুতিন। বেল্ড অ্যান্ট রোড ইনিশিয়েটিভের ১০ম বার্ষিকী উপলক্ষে কয়েক ডজন বিশ্বনেতা এবং কয়েক শত ডেলিগেশনকে স্বাগত জানিয়েছেন শি জিনপিং। তার সঙ্গে উচ্চাভিলাষী তবে বিতর্কিত সংযুক্তি বা কানেক্টিভিটি নিয়ে, চীনের অবকাঠামোগত প্রকল্পগুলোর সঙ্গে বিশ্বজুড়ে ব্যবসা নিয়ে কথা বলেন তিনি। শি জিনপিং তার পদক্ষেপকে বিশ্বের জন্য একটি বিকল্প উন্নয়ন মডেল বলে উল্লেখ করেন। বলেন, আন্তর্জাতিক সহযোগিতার নতুন এক কাঠামো প্রতিষ্ঠা করেছে এই মডেল।