বিজ্ঞপ্তি : নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী থাকাকালীন উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো নতুন নতুন দিকনির্দেশনা ও পরামর্শ পেয়েছে। এবার একই মন্ত্রণালয়ের মন্ত্রী পদে আসীন হওয়ায় তাঁর নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আমি মনে করি। ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেছেন। নতুন করে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় দেশের ভূমি সেক্টরের আধুনিকায়ন ও বিকাশে নতুন দিক-নিদের্শনা পাওয়া যাবে বলে আমি আশাবাদী। উপাচার্য নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ও ভূমিমন্ত্রীসহ মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।