বিজ্ঞপ্তি : খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসন থেকে নির্বাচিত সদস্য ও নবনির্বাচিত ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শ্রদ্ধেয় নেতা ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় জেলা পূজা পরিষদ গর্বিত ও আনন্দিত। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ, জেলা পূজা পরিষদের সভাপতি কৃষ্ণ পদ দাশ, সাধারণ সম্পাদক বিমান সাহা, রবীন্দ্র নাথ দত্ত, এ্যাড. নিমাই চন্দ্র রায়, চম্পক কুমার পাল, রতন কুমার মিত্র, রণজিৎ কুমার ঘোষ, অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, গৌর চন্দ্র ঢালী, এ্যাড. তমাল কান্তি ঘোষ, সাধন কুমার ভদ্র, অনিমেষ সরকার রিণ্টু, বিভূতি ভূষণ সাহা, দেবদুলাল বাড়ৈ বাপ্পি, সমীর কৃষ্ণ হীরা, চালনা পৌরসভা মেয়র সনৎ কুমার বিশ্বাস, এ্যাড. বীরেন্দ্র নাথ সাহা, শ্যামা প্রসাদ কর্মকার, ডাঃ সুনীল বালা, গণেশ চন্দ্র মণ্ডল, বাবুল চন্দ্র সাহা বাবলা, মৃণাল কান্তি বিশ্বাস, সাগর সাহা, বিধান চন্দ্র রায়, সমীর চক্রবর্ত্তী, স্বপন কুমার রায়, অনুপ গোলদার, প্রশান্ত কুমার হালদার, অধ্যাপক বিচক্ষণ মণ্ডল, অনুপ সাহা, পলাশ সাহা দেবু, বিশ্বজিৎ কুমার মণ্ডল, অধ্যাপক রমেন্দ্র নাথ সরদার, লিটন কুমার রায়, জয়ন্ত ফকির, মাধুরী মণ্ডল, অনামিকা দাস পপি, রিপন কুমার মণ্ডল, প্রতাপ রুদ্র নাথ, দেবাশিষ কুমার দে, এ্যাড. চিত্তরঞ্জন সরকার, শিলা রানী মণ্ডল, ভুজঙ্গ রায় সুমন, নিভা রানী বিশ্বাস, দেবদাস বিশ্বাস, অমিতাভ ঘোষ, সুমন দাস, পলাশ মণ্ডল, অধ্যাপক অজিত হালদার, বিমান রায়, আশিষ কুমার সিনহা উৎপল, অমর কুমার দাস, দিপঙ্কর মণ্ডল লিটন, এ্যাড. পবিত্র কুমার বিশ্বাস প্রমুখ।