বরিশাল অফিস : ঝালকাঠির নলছিটিতে পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় নলছিটি থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়। বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইসলাম মো. মহিতুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, পৌর বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান প্রমুখ।
নলছিটি থানার ওসি মো. আব্দুস সালামের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, নলছিটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী, রিমন আকন, শহিদুল ইসলাম খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা খালেদ সাইফুল্লাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি প্রমুখ।
নলছিটিতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
Leave a comment