জন্মভূমি ডেস্ক : দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না, নির্বাচনকালীন সরকার চায় নতুন নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। দলটি বলছে- নির্বাচনের আগে বর্তমান সরকার কাঠামো ভেঙে দিতে হবে। দলীয় সরকার থাকা যাবে না। বিশেষ প্রয়োজনে বর্তমান সরকারপ্রধান (শেখ হাসিনা) সে সরকারের প্রধান হতে পারেন।
আজ বুধবার (০৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল শেখ রায়হান এসব কথা বলেন।
‘মানবসত্তার পুনরুজ্জীবন এবং মানবরাষ্ট্র মানবতার দুনিয়ায় গড়ে তোলার সাধনায় মানবতার রাজনীতি পুনঃপ্রবর্তনের লক্ষ্যে ইসলামিয়াত বিপ্লব সমাবেশ’ শিরোনামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শেখ রায়হান বলেন, আমরা অংগ্রহণমূলক নির্বাচন চাই। যেখনে সবগুলো দল অংশ নেবে। নির্বাচনে আমেজ থাকবে, যে যার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। এমন পরিবেশ নিশ্চিতে দেশপ্রেমিক সেনাবাহিনীকে মাঠে নামাতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন— দলটির কেন্দ্রীয় নেতা আহমেদ সামসের, আল্লামা ইলিয়াস, শেখ নাইম উদ্দিন, আবু তালেব হেলালী, সহসম্পাদক এমদাদুল হক, সমন্বয়ক জাকির আহসান।
উল্লেখ্য, আগামী ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ইনসানিয়াত বিপ্লব মহাসমাবেশের আয়োজন করেছে।