জন্মভূমি ডেস্ক : বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের প্রথম দিনে নোয়াখালীতে রেললাইনে অগ্নিসংযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। পরবর্তীতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা শহরের মাইজদী কোর্ট স্টেশনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ সময় নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আবু হাসান মো. নোমান ঢাকা পোস্টকে বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে সর্বাত্মক চেষ্টা করেছে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী। সরকারের নির্যাতন ও অনিয়মের বিরুদ্ধে যারাই প্রতিবাদ করেছে, সমালোচনা করেছে, তাদের বিরুদ্ধেই অত্যাচার ও নির্যাতন নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী আইয়ুব আলী ঢাকা পোস্টকে বলেন, বিএনপির লোকজন রেললাইনে অগ্নিসংযোগ করে। তারা এ সময় বিভিন্ন স্লোগানও দেন। পরবর্তীতে তারা চলে যাওয়ার পর স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ ঢাকা পোস্টকে বলেন, আমাদের এমন তথ্য জানা নেই। কেউ আমাদেরকে বলেনি রেললাইনে অগ্নিসংযোগের কথা। তবে এমন রাজনৈতিক সহিংসতার ঘটনা হলে আমরা পুলিশের সহযোগিতা নিয়ে যাই। কেননা আমাদের গাড়ির ওপরও হামলার ঘটনা ঘটতে পারে।