জন্মভূমি ডেস্ক : দীর্ঘ বিরতির পর রাজধানীতে ‘ডোডোর গল্প’ সিনেমার টানা শুটিং করছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরী মণি। হঠাৎ জ্বর ও ঠাণ্ডাজনিত উপসর্গ নিয়ে শুটিং থেকে বিরতি নিয়ে হাসপাতালে ভর্তি হয় এই নায়িকাকে। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন পরী। পরী মণি গণমাধ্যমকে জানান, চারদিন ধরে হাসপাতালে আছেন তিন। প্রচণ্ড ঠান্ডা ও জ্বও, প্রেসারও কমে গেছে । তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
হাসপাতালে ভর্তি হয়ে মঙ্গলবার (১৭ অক্টোবর) সামাজিকমাধ্যম ফেসবুকে মা-ছেলের দুটি স্থিরচিত্র পোস্ট করে পরী মণি লিখেছেন, সুস্থ থাকার মতো বড় নেয়ামত আর কিছু নাই সত্যিই! তবে মাঝে মধ্যে ছোট খাটো অসুখ বা বিপদ না আসলে জীবনের আসল শুভাকাঙ্খী বা কাছের মানুষ চিনতে পারবেন না। ক্ষোভ প্রকাশ করে এই নায়িকা লিখেছেন, ‘একটা সময় অনেকের মতো আমারো মনে হইতো কারোর কাছে আমার কোনো এক্সপেক্টেশন নাই বা সেটা রাখার দরকার নাই। ‘এক্সপেক্টেশন যত কম জীবন তত সুন্দর’ বিশ্বাস করেন এই কথাটা একটা বেহুদা কথা। আপনার আত্মীয় স্বজনদের আপনি নিশ্চই আপনার খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছো জিজ্ঞেস করুক এতটুকুই অনেক কিছু মিন করে কখনো কখনো জীবনে।’