জন্মভূমি রিপোর্ট : আজ ২০ জানুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির’র ঢাকার পল্টন ময়দানের মহাসমাবেশে বোমা হামলা ও হত্যাকাণ্ডের ২৪ বছর অতিবাহিত হচ্ছে। সমাবেশে সেদিন গোটা দেশ থেকে লাখ-লাখ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ জড়ো হয়েছিলেন। মূল মঞ্চের মাত্র ৬শ’ মিটার দূরত্বে ঘাতকের বোমা হামলায় পাঁচ জন শহীদ হন এবং শতাধিক নেতা-কর্মী আহত হন। পার্টির নেতাদের অভিযোগ মামলার তদন্তে হেলাফেলা করা হযেছে। তৎকালীন আওয়ামী সরকারের পুলিশ আলামত সংগ্রহ না করে নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করেছে। সিপিবি খুলনা জেলা ও মহানগর নেতৃবৃন্দ নির্মম ওই হত্যাযজ্ঞের সুষ্ঠু বিচারের দাবিতে বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছেন।
প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বর্বর বোমা হামলায় সেদিন সিপিবি নেতা কমরেড হিমাংশু মন্ডল, খুলনার দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিক আব্দুল মজিদ, লতিফ বাউয়ালি জুট মিলের শ্রমিক আবুল হাশেম ও মোক্তার হোসেন ঘটনাস্থলেই শহীদ হন। খুলনার বিএল কলেজের ছাত্র বিপ্রদাশ রায় চিকিৎসধীন অবস্থয় ২ ফেব্রুয়ারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
সিপিবি’র খুলনা জেলা স্ধাারণ সম্পাদক এসএ রশিদ দৈনিক জন্মভূমিকে বলেন, দিবসটি উপলক্ষে বটিয়াঘাটা উপজেলার বশিরাবাদ গ্রামে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্পণকরা হবে। দুপুর দুই টায় বশিরাবাদ থেকে বটিয়াঘাটা বাজার পর্যন্ত পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।
সিপিবি নেতারা বলছেন, হামলা, মামলা, নির্যাতন কওে কমিউনিস্টদের কখনও দমানো যায়নি, যাবেওনা। শহীদদের স্বপ্নের শোষনমুক্ত সমাজ নির্মান করে তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শণ করা হবে। শহীদদের রক্ত পতাকা হাতে নিয়ে পার্টি এগিয়ে যাবে।
পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিপিবি’র খুলনায় কর্মসূচি

Leave a comment