পাইকগাছা অফিস : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, পথসভা ও মতবিনিময় শুরু করেছেন উপজেলা পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। শুক্রবার সন্ধ্যায় দলীয় নেতা-কর্মী সমর্থকদের নিয়ে কপিলমুনি ইউনিয়নের হাউলী পুকুর পাড় সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রনজিৎ মন্ডল। প্রভাষক জ্যোতি বিশ্বাসের সঞ্চালনায় বক্তৃতা করেন, সরদার বজলুর রহমান, ইউসুফ শেখ, সালাহ উদ্দীন, হাকিম গাজী, রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম, অব. অধ্যাপক অমল মন্ডল, প্রভাষক কালীদাশ মন্ডল, বিল্লাল গাজী, ইমরান মোল্যা, রমজান সরদার, দীপক মন্ডল, কার্ত্তিক সাধু, মৃত্যুঞ্জয় মন্ডল, বিদ্যুৎ মন্ডল প্রমুখ।