পাইকগাছা অফিস : পাইকগাছায় আর্ন্তজাতিক বন দিবস পালিত হয়েছে। আর্ন্তজাতিক বন দিবস উপলক্ষ্যে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে শুক্রবার সকালে গদাইপুর নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা বনবিবির সভাপতি ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, অ্যাড. শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরী রানী সাধু, কবি রোজি সিদ্দিকী। বক্তৃতা করেন, পরিবেশ কর্মী কার্তিক বাছাড়, রাবেয়া আক্তার মলি, মিতু সেন, লিনজা আক্তার মিথিলা, লাবিবা আক্তার লোচমি, পূষ্পিতা শীল জ্যোতি, গনেশ দাস সহ অনেকে। আলোচনা সভা শেষে বন বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাধে পুরুষ্কার প্রদান করেন অতিথিবৃন্দ।