জন্মভূমি রিপোর্ট : খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রফিকুল ইসলাম তার অভিযোগে বলেন, গোপালপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির বিরুদ্ধে আদালতে মামলা তিনি মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট পাইকগাছা, খুলনা আদালতে ৫ নভেম্বর সিআর ১৫৭৮/২৩ নং-মামলা করেন। একই বিষয় নিয়ে প্রতিপক্ষের তাহেরা আল হুসনা বাদী হয়ে পরিকল্পিত ভাবে গদাইপুর ইউনিয়ন পরিষদে গত ৪ নভেম্বর অভিযোগ করেন। ওইদিন শনিবার ইউনিয়ন পরিষদ ছুটি থাকলেও কি ভাবে চেয়ারম্যান মামলা গ্রহণ করলেন তা রফিকুলদের বোধগম্য নয়। এদিকে চেয়ারম্যান বিষয়টি নিয়ে গত ১৬ নভেম্বর রফিকুলদের হাজির হওয়ার জন্য নোটিশ করেন। রফিকুল ইসলাম লিখিত ভাবে দাবী করেন, যে বিষয় নিয়ে আদালতে মামলা চলছে তা বিচার করার এখতিয়ার ইউনিয়ন পরিষদের নেই। অভিযোগ উঠেছে, চেয়ারম্যান জিয়াদুল ইসলাম জিয়া আদালতের আদেশ থাকা সত্বেও একই বিষয় নিয়ে বিচার করার পায়তারা করছেন। রফিকুল বলেন, আমাদের হয়রানির জন্য চেয়ারম্যান নোটিশ করেছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করেন।
বিষয়টি নিয়ে গদাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া বলেন, যে বিষয় নিয়ে আদালতে মামলা চলমান আছে, যানতে পারলে তার বিচার করতে পারিনা। তবে অনেক সময় স্থানীয় বিবাদ মিমাংসার জন্য উভয় পক্ষকে নোটিশ করে মিমাংসার চেষ্টা করা হয়। ছুটির দিনে অফিস করা হয় না। তবে কেউ অভিযোগ বাড়ি যেয়ে দিলে বা অন্য কোন ভাবে আমার কাছে পৌঁছালে পরে অফিস চলাকালে গ্রহণ করা হয়।