পাইকগাছা অফিস : পাইকগাছায় অভিযানে গাঁজা সহ আমির সরদার (৩৮) নামে এক যুবক গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে গদাইপুর ইউনিয়নের পিচেরমাথা নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সুজিত ঘোষ জানান, বুধবার বিকেলে গদাইপুর ইউনিয়নের পিচের মাথার বটতলা এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদ পাই। ওই স্থানে অভিযান চালিয়ে ভিলেজ পাইকগাছার হোসেন সরদারের ছেলে আমির সরদার (৩৮) কে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে কাছে থাকা ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, আটক ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।