জন্মভূমি ডেস্ক : পাইকগাছার গড়ইখালী’র শান্তায় গভীর রাতে ইঞ্জিন চালিত ভ্রাম্যমান ধান মাড়াই রাইসমিল চুরির ঘটনায় দু’যুবক গ্রেপ্তারসহ রাইসমিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শান্তার মৃতঃ,মেছের গাজীর ছেলে মিলমালিক হেদায়েত গাজী বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন,যার নং-২ তাং ২ সেপ্টেম্বর। এদিকে স্থানীয়দের সহয়তায় পুলিশ দক্ষিন কুমখালীর জারজিস গাজীর ছেলে ধৃতঃ মেহেদী হাসান(২৫) ও গড়ইখালীর বাদসা গাজীর ছেলে সামি গাজী( ১৯)কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তারা রাইসমিল চুরির কথা স্বীকার করলে পুলিশ সাতক্ষীরার আশাশুনি থেকে মিল উদ্ধার করেছেন। এ মামলার এজাহার গর্ভে গড়ইখালীর আজমল গাইনের ছেলে আসিফ ইকবাল বিপ্লব(২৫) কামরুল গাইনের ছেলে শুভ (২২) দু’ভাইপো হৃদয় ও দুরন্ত সহ কয়েক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চুরির মুল হোতা বিপ্লবসহ অন্যরা পালাতক রয়েছে। মামলার বাদী হেদায়েত গাজী থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ১০ টার দিকে নছিমন ভ্যানের উপর ভ্রাম্যমান রাইসমিলটি যথাস্থানে রেখে ঘরে ঘুমিয়ে পড়ি। ১সেপ্টেম্বর ভোররাতে ঘুম থেকে উঠে দেখি ধান মাড়াইয়ের মিলটি নেই। গভীর রাতে চোররা চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য হবে ১ লাখ ৫০ টাকার উপরে। ঘটরার পরেই ভোর রাত থেকে বিভিন্ন স্থানে খোজাখুজি শুরু হয়। গোপন খবরের ভিত্তিতে বিপ্লব গাইন,মেহেদী গাজী ও সামি’কে কয়রার নারায়নপুরের একটি চায়ের দোকান সন্ধ্যান মেলে। বাদীর জামাতা হাফিজর রহমান জানান,চায়ের দোকান থেকে রাইস মিলের কথা উঠা মাত্রই বিপ্লব দৌঢ়ে পালালেও স্থানীয়দের সহয়তায় সামি ও মেহেদীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সম্পর্কে বাইনবাড়ীয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই আহাদ জানান,গ্রেপ্তারের পর ধৃতদের দেওয়া তথ্যমতে সাতক্ষীরা জেলার আশাশুনি থানার ফকরাবাদ থেকে চুরি হওয়া রাইসমিল উদ্ধার করা হয়েছে। পালাতক আসামীদের গ্রেপ্তার চেষ্টার কথা বলে থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, শনিবার চুরির মামলার দু’আসামীকে আদালতে পাঠানো হয়েছে।