পাইকগাছা প্রতিনিধি : তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষ্যে পাইকগাছায় টাউন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, ভূমিদাতা নিহার রঞ্জন গাইন, জিএ রশীদ। এসময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুব্রত কুমার দাশ, সহকারী শিক্ষক মো. আলাউল মোড়ল, মাখন লাল সরদার, শেখ সহিল উদ্দীন, মো. রাজ্জাক আলী শেখ, অশোক কুমার মন্ডল, শ্রাবন্তী রাণী কবিরাজ, পারভীন সুলতানা, মো. তবিবুর রহমান, কবরী সরকার, মৃণাল কান্তি মন্ডল, ফাহিমা খাতুন ও দেবব্রত সরদার, দীপক মন্ডল সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।