পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ঘূর্ণিঝড় রিমেলের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ করা হয়েছে।বুধবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৭০ পরিবারের মাঝে এক বান্ডেল ঢেউটিন ও পাঁচ হাজার টাকার চেক প্রদান করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন ঢেউটিন ও পাঁচ হাজার টাকার চেক বিতরণের শুভ উদ্বোধন করেন। দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে রিমেলের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৯২ পরিবার এ সুবিধা পাবেন।প্রথমে দেলুটি ইউনিয়ন দিয়ে শুরু করা হয়েছে পর্যায়ক্রমে পৌরসভার সহ অন্যান্য ইউনিয়নে এই সুবিধা পাবেন।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রাজিব বিশ্বাস, দেলুটি ইউপি সদস্য কিংশুক মন্ডল সহ উপকারভোগীরা।