খুলনা : খুলনা জেলার পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামের একটি বিল থেকে ববিতা বেগম (৩৯) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, চাদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামে মোঃ ওবায়দুল্লাহর সাথে প্রতিবেশি কামরুলের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে। দুই পক্ষের বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটতে পারে। লাশ উদ্ধার করে পাইকগাছা থানায় নেয়া হয়েছে। চাদখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াস জানান, ধামরাইল গ্রামের ওবায়দুল্লাহ ও কামরুল ইসলামের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। সকালে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলেছি। পাইকগাছা থানার অফিসার ইন চার্জ মোঃ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। ওই নারীর গলায় ধারালো অস্ত্রের কাটা দাগ রয়েছে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারনা করছি। এ ঘটনায় কেউ আটক হয়নি বলেও জানান তিনি।
পাইকগাছায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
Leave a comment