পাইকগাছা অফিস : পাইকগাছায় মটবাটি শ্রী-শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের গীতা বিদ্যাপিটের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসাবে ওই পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুশান্ত কুন্ড। সভাপতিত্ব করেন সেবাশ্রমের সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি এড. শিবু প্রসাদ সরকার, রবীন্দ্র নাথ কর্মকার, তুষার কান্তি বিশ্বস, প্রজিৎ কুমার রায়, শিক্ষক হিরেন্ময় বৈদ্য, মিলন রায় চৌধুরী, সুজিত কুমার মন্ডল, সন্তোষ সরকার, জগন্নাথ দেব নাথ, হরিপদ মন্ডল, প্রশান্ত রায়, হিরক বিশ্বাস, সবুজ মন্ডল, অনুপ বিশ্বাস, চৈতন্য ঢালী, মিতারায়, নমিতা বিশ্বাস, প্রেমা রায়, সাথী সরকার, মেনকা মন্ডল প্রমুখ।