পাইকগাছা অফিস : মহান বিজয় দিবস উপলক্ষ্যে পাইকগাছায় উপজেলা পৌর বিএনপি’র উদ্যোগে বিজয়ী র্যালি ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পুরাতন ঢাকা পরিবহন কাউন্টার থেকে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ ও সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। ওই স্থানে পূর্ব নির্ধারিত কর্মসূচি আওতায় আলোচনা সভা ও রাতে কনসার্ট অনুষ্ঠান উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। সাবেক প্যানেল মেয়র ও পৌর আহ্বায়ক কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হক এর সঞ্চালনায় বক্তৃতা করেন, বিএনপি নেতা বিএনপি নেতা সাদেকুজ্জামান, শেখ বেনজীর আহমেদ লাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, চিকিৎসক শাহাবুদ্দিন, সাইফুল ইসলাম তারিক, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সরদার মাসুদ, স্বেচ্ছাসেবক সদস্য সচিব যজ্ঞেশ্বর কার্তিক, পৌরসভা যুবদলের আহ্বায়ক রুস্তম গাজী, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল আল্ গালিব, সদস্য সচিব সোহেল গাজী, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, মোঃ আমিনুল সরদার, আব্দুস সাত্তার, প্রভাষক সুজিত কুমার মণ্ডল, সন্তোষ কুমার গাইন, মোড়ল, যুবদল নেতা আবু তালেব, আবুল বাসার বাচ্চু, মিজান জর্দার, আনন্দ কুমার মন্ডল, মোঃ ইব্রাহিম গাজী, লিপটন, যুগ্ম আহ্বায়ক সোহেল রাশেদ সনি, ইউনুস মোল্যা, শেখ আবদুল কাদের, শেখ জাহিদুল ইসলাম লিটন, নাজির আহমেদ, কিশোর কুমার মন্ডল, আব্দুল হাকিম সানা, কাজী সিরাজ, জুয়েল সরদার, বুলবুল আহমেদ, আবু হানিফ, সুমন, আঃ রাজ্জাক, সুকুমার কবিরাজ, আবুল হোসেন, শামিম জর্দার, রাজিব নেওয়াজ, আমিরুল ইসলাম, নাজির আহমেদ, আব্দুল গফুর, আব্দুল হাকিম সানা, বেল্লাল হোসেন, জাহাঙ্গীর শেখ, আবু হানিফ প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।