পাইকগাছা অফিস : পাইকগাছার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত ও পুকুর জলাশয়ের বিভিন্ন প্রতিনিধিদের মাঝে মাছের পোনা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, বন কর্মকর্তা প্রবীর দত্ত, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দীন ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার প্রমুখ। এ কর্মসূচীর মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ৩৭টি প্রাতিষ্ঠানিক পুকুর জলাশয়ে ৪৫৫ কেজি মাছের পোনা অবমুক্তের জন্য বিতরণ করা হয়।