পাইকগাছা অফিস : পাইকগাছায় উপজেলা প্রশাসন, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের শুরুতেই সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কপিলমুনি বদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত আলোচনা সভাটি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কালাম আজাদ। উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া’র সঞ্চালনায় বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মোঃ আব্দুল ওহাব, সাংবাদিক আব্দুল আজিজ, শিক্ষার্থী আবু সায়েদ। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জামির হোসেন, আব্দুল গফুর, সরদার আব্দুল মাজেদ ও ওজিয়ার রহমান, সরকারি কর্মকর্তাদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, ডা. ইব্রাহীম গাজী, পিআইও ইমরুল কায়েস, হাসিবুর রহমান, প্রবীর কুমার দত্ত, জয়ন্ত কুমার ঘোষ, আব্দুল্লাহ আল মামুন, রেশমা আক্তার, মো. ওয়াহিদ মুরাদ, কবিরুল ইসলাম, ঝংকার ঢালী, প্রভাষক মাও. আবুসাদেক, সাংবাদিক আলাউদ্দিন রাজা, পূর্ণ চন্দ্র মন্ডল, সিএ আঃ বারী ও দিপংকর প্রসাদ মল্লিক, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে, দিবসটি উপলক্ষ্যে উপজেলা বিএনপি’র উদ্যোগে বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে কপিলমুনি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আনারুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি ডা. আব্দুল মজিদ। এসময় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর আহ্বায়ক সেলিম রেজা লাকি, আবুল হোসেন, ইমামুল ইসলাম, তোফাজ্জল হোসেন, আছাদুজ্জামান খোকন, সন্তোষ সরদার, হুরায়রা বাদশা প্রমুখ। দিবসটি উপলক্ষ্যে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চলতি দায়িত্ব মোঃ আব্দুল ওহাব এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় সিনিয়র শিক্ষক পঞ্চানন সরকার, প্রনব বিশ্বাস, সহ/শি প্রদেশ মল্লিক, রেজাউল ইসলাম, বোরহান উদ্দিন, শিক্ষার্থী ঈশা, হাসনা, নিঝুম, নুসরাত বক্তৃতা করেন। অপরদিকে, পাইকগাছা সরকারি কলেজ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল। বক্তৃতা করেন, সহকারী অধ্যাপক আমান উল্লাহ আমান, ইলিয়াস হোসেন, আঃ হাকিম, শহিদুল ইসলাম, প্রভাষক মাহবুবা নাজনীন, সাইদুর রহমান, আসমা আক্তার, মাধুরী মন্ডল, আঃ. রাজ্জাক, নিখিল চন্দ্র মন্ডল প্রমুখ।