নিজস্ব প্রতিবেদক : জেলার পাইকগাছা উপজেলায় জীবননাশের হুমকিতে জোরপূর্বক হারির ডিডে স্বাক্ষর করিয়ে হিন্দু সম্প্রদায়ের মৎস্য ঘের লুটপাট ও জবরদখলের অভিযাগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন পাইকগাছার দিঘলিয়া গ্রামের মৃত নিরোদ বিহারী সরদারের পুত্র সত্যজিৎ সরদার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ ও ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে উপজেলা বিএনপি’র বহিষ্কৃত সাধারণ সম্পাদক সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হকের নেতৃত্বে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, লতা ইউনিয়ন বিএনপি’র বহিষ্কৃত নেতা ইব্রাহীম গাজী, মাসুদ মোল্লা, শামিম সরদার, জিয়ারুল গাজী, ময়না গাজী, আক্তার সরদারসহ কয়েকজন এলাকায় ত্রাস সৃষ্টি করে দোকানপাট ঘরবাড়ি ভাঙচুর ঘের দখল চাঁদাবাজী করছে। তারা আমার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা আদায় করে। সর্বশেষ ১ নভেম্বর আবারও আমার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। নোটারী পাবলিকের মাধ্যমে চুক্তির মেয়াদ শেষ হবার পূর্বেই ২০২৫ সালের ৩০ জানুয়ারী হতে ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনরায় নোটারী পাবলিকের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়েছি। এরপর থেকে ওইসব সন্ত্রাসীরা পুনরায় আমার কাছে চাঁদা দাবি করছে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে লতা ইউনিয়নে লতা পুতলাখালী মৌজার ৬৫০ বিঘা ঘেরটি দখল করে নেবে বলে জীবননাশের হুমকি দিচ্ছে। শুধু তাই নয়; আমার জমির মালিকদের বাড়ি থেকে ধরে গুপ্ত স্থানে নিয়ে জোরপূর্ব স্বাক্ষর করিয়ে নিচ্ছে তারা।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অসীম ঢালী বিজয় ঢালী, বিনয় ঢালী, গোকুল ঢালী, উত্তম মন্ডল, সঞ্জয় মন্ডল, পঞ্চানন মন্ডল, বসির শেখ, সৈয়দ মিনার বক্সকে জীবন নাশের হুমকি দিয়ে লিজ দলিলে জোরপূর্বক স্বাক্ষরের করিয়ে নেবার অপচেষ্টা চালাচ্ছে ওইসব সন্ত্রাসীরা। সোলাদানা ইউনিয়নের শিবপদ মন্ডলের বাড়ী ভাংচুর সোনাগহনা, নগদ টাকা লুটপাট ও শওকাত চৌকিদারের বাড়ি লুটপাট ভাঙচুর করেছে তারা। এসব বিষয়ে যদি কাউকে বলি তাহলে জীবন শেষ করার হুমকি দিচ্ছে। এ অবস্থায় চরম নিরাপত্তহীনতায় ভুগছেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।
পাইকগাছায় হিন্দুদের ঘের লুটপাট ও দখলের অভিযোগ
Leave a comment