
পাইকগাছা অফিস : পাইকগাছার প্রতিবন্ধীদের মাঝে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, ওসি মো. ওবাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পিআইও ইমরুল কায়েস, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, ডিজিএম ছিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাদাৎ হুসাইন, সংবাদকর্মী সহ উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।