পাইকগাছা অফিস
পাইকগাছার বাইনবাড়ীয়াতে শ্রী শ্রী বড় ঠাকুর (শনি পূজা) উপলক্ষে ঘৌড় দৌড় অনুষ্ঠিত হয়েছে। গড়ইখালী ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এ পূজা উপলক্ষে উত্তর বাইনবাড়ীয়া মিস্ত্রীর চকে ৩ দিনব্যাপী আয়োজিত কর্মসূচির সমাপনী দিন সোমবার এ দৌড় সম্পন্ন হয়েছে।
প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটির সভাপতি কলেজ শিক্ষক তপন কুমার মন্ডলের সভাপতিত্বে দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু। প্রধান শিক্ষক বিভাষ চন্দ্র বাছাড়ের পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা আনন্দ কুমার মন্ডল, অবঃ শিক্ষক অনিল কৃষ্ণ মন্ডল, ভূমি দাতা বিরিঞ্চি লাল রায়, প্রভাষক ব্রজেন্দ্র নাথ বাছাড়, স্বপন কুমার মন্ডল, কিশোরী লাল মন্ডল, বিকাশ মন্ডল, অসিত মন্ডল, লক্ষ্মীকান্ত সানা, উজ্জ্বল সানা, গনেশ মন্ডল, দীলিপ সানা, কুমারেশ মন্ডল, ঠাকুর দাশ সানা, সঞ্জিব মিস্ত্রী, ইউপি সদস্য আয়ুব আলী, স্বপন কুমার মন্ডল, মনিষ মন্ডল, ট্রিপল কান্তি বাছাড়, পুলকেশ মিস্ত্রী, সুভাষ সরদার সহ অনেকে। এ উপলক্ষে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ, ধর্মীয় যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।