পাইকগাছা অফিস : পাইকগাছার লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবারে এ খবরটি জানাজানি হলে ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের অনুসারীদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। বরখাস্ত আদেশ প্রত্যাহারের বিষয়টি স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত পরিপত্রে নিশ্চিত হওয়া গেছে। ইতোপূর্বে এ বছরের ২০ জুন সিনিয়র সচিব জেসমীন প্রধানের স্বাক্ষরে কাজল কান্তি বিশ্বাসকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছিল।
সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর জেলা প্রশাসকের ৫৬৬নং স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে পাইকগাছার লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের ব্যক্তিগত আপত্তিকর ভিডিও কলের ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে অজ্ঞাত কোন ব্যক্তি বা যন্ত্র হতে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে কোথাও কোন অভিযোগ দায়ের করা হয়নি। তাই তিনি প্রচলিত আইন অনুসারে ইচ্ছাকৃত কোন ফৌজদারী অপরাধ করেননি বলে জেলা প্রশাসক (ডিসি) মতামত দিয়েছেন। তার মতামত অনুযায়ী স্থানীয় সরকার বিভাগ হতে গত ২০ জুন জারিকৃত সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হলো।