
পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা
পাইকগাছায় এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের বাংলা ২য় পত্র এবং দাখিল গণিত পরীক্ষায় ৪২ জন অনুপস্থিত, অসদুপায় অবলম্বনের জন্য ৩ পরীক্ষার্থী বহিস্কার, দ্বায়িত্বে অবহেলা ও অনৈতিককাজে সম্পৃক্ত থাকায় ৩ শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি এবং কয়েকটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে হাবিবনগর সিনিয়র মাদ্রাসা কেন্দ্র গণিত পরীক্ষা চলাকালীন কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ও পাইকগাছা আলীম মাদ্রাসায় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো: ঈমান উদ্দিন পৃথক পৃথক ভাবে এদের কে বহিস্কার করেন। জানা যায়, চলতি এসএসসি পরীক্ষার ২য় দিনে বাংলা ২য় পত্রে উপজেলার ১০টি কেন্দ্রে এসএসসি সাধারণ পরীক্ষার ৭টি, এসএসসি ভোকেশনাল পরীক্ষার ১টি ও গণিত দাখিল পরীক্ষার ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অফিসার মমতাজ বেগম জানান, ২য় দিনে এসএসসি সাধারণ শাখায় ২ হাজার ৫৬১ জন, দাখিল পর্যায়ে ৪১৩ জন এবং ভোকেশনাল পর্যায়ে ১২১ জনসহ মোট ৩ হাজার ৯৫ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ১৩৭ জন, অনুপস্থিত মোট ৪২ জন। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, নির্বাহী অফিসার মমতাজ, এ্যাসিল্যান্ড এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদসহ দায়িত্ব প্রাপ্ত সরকারি কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।