পাইকগাছা অফিস
পাইকগাছায় গত ৩ সেপ্টেম্বর খড়িয়ার তরুন হালদার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ আহম্মদ জয় ও তার পিতা আইনজীবী ইদ্রিসুর রহমান মন্টুর বিরুদ্ধে জমি দখলের সাংবাদিক সম্মেলন করে। এ ঘটনায় মঙ্গলবার বিকালে পাইকগাছা প্রেসক্লাবে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ আহম্মদ জয়। তিনি লিখিত বক্তব্যে বলেন, উপজেলার খড়িয়া গ্রামের দীনেশ হালদারের পুত্র তরুন হালদার ভূমিদস্যু, অবৈধ দখলবাজ। সে খড়িয়া ঢেমশাখালী মৌজায় রেকর্ডীয় মালিক জগদীশ সরদারের নিকট থেকে তরুন হালদার লীজ ঘের করার জন্য ডিড নেয়। পরবর্তীতে জগদীশ সরদার তার জমি ৩১ আগষ্ট কোবলা মুলে আমার নিকট বিক্রি করে জমি বুঝে দেন। তিনি সাংবাদিক সম্মেলনে উল্লেখ করে ছিলেন আমরা জোর করে জমি দখল করেছি। কিন্তু না আমরা ঘের দখল করেনি। আমাদের ক্রয়কৃত জমি বুঝে নিয়েছি। ঘর বা বাসাবাড়ি ভাংচুরের কোন ঘটনা ঘটেনি। তারা আমার রাজনৈতিক দক্ষতা, সুখ্যাতি ও সুনাম নষ্ট করার জন্য বিএনপি জামাত শিবিরের কিছু এজেন্ট তরুর হালদারের প্ররোচনায় আমাকে হেয় করার মানসিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সোস্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রদান করায় আমি তার তীব্র প্রতিবাদ জানায়। তিনি প্রকৃত তথ্য স্ব-স্ব পত্রিকায় প্রকাশ করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। এসময়ে তার পিতা এড. ইদ্রিসুর রহমান মন্টু উপস্থিত ছিলেন।