ক্রীড়া প্রতিবেদক : ভারতের মাটিতে চলমান ওয়ানডে বিশ্বকাপ নিয়ে শুরু থেকেই আছে নানা অভিযোগ। একাধিক বার পরিবর্তন হয়েছে খেলার সূচি, স্টেডিয়ামেগুলোতে দর্শকদের বসার আসনের অবস্থা ভালো নয়, ভারতের ম্যাচ ছাড়া বাকি প্রায় সব দলের খেলাতেই দর্শক খরাসহ আরও অনেক বিষয় নিয়েই আছে সমালোচনা। অভিযোগের টির ছুড়েছিলেন পাকিস্তানের পাকিস্তান টিম ডিরেক্টর মিকি আর্থার।
ভারতের বিপক্ষে বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে হেরে গিয়েছে পাকিস্তান। সে ম্যাচে এক পর্যায়ে ব্যাট হাতে বাবর আজমের দল ভালো অবস্থানে থাকলেও মুহূর্তেই ভেঙে পড়ে তাসের ঘরের মত। পরে হারতে হয় বড় ব্যবধানে।
এই ম্যাচ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন আর্থার। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই দলের ম্যাচে সেদিন উপস্থিত ছিল প্রায় ১ লাখ ৩২ হাজার দর্শক। তবে এত বিশাল জনারণ্যের মাঝে পাকিস্তানি সমর্থক ছিল হাতে গোণা। আর্থার বলেছিলেন, ‘যদি সত্যি বলি এটা বিশ্বকাপের ম্যাচ মনেই হয়নি, মনে হয়েছে বিসিসিআইয়ের কোনও ইভেন্ট। আমি মাইক্রোফোনে দিল দিল পাকিস্তান শুনিনি তেমন।’
অভিযোগের তীর ছুড়েছিলেন প্রধান কোচ দলটির প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নও। তিনি বলেন, ‘সেখানে যে আমাদের কোনো সমর্থক ছিল না, এর জন্য সত্যিকার অর্থেই আমরা দুঃখিত। এখানে থাকতে চাইত তারা। আমি নিশ্চিত যে ভারতের ক্রিকেট সমর্থকেরা চাইত, আমাদের সমর্থকেরা থাকুক। কিন্তু এটা নিশ্চিত করেই অস্বাভাবিক একটা ব্যাপার।’
এদিকে পাকিস্তানের এমন অভিযোগের উত্তরে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, ‘আমাদের আয়োজনে যতগুলো ইভেন্ট হয় তার সবগুলো নিয়ে বিভিন্ন দিক থেকে নানা সমালোচনা হয়।’
তবে সমালোচনা হলেও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ই ব্যক্ত করেছেন তিনি। সেই সঙ্গে বেশ কিছু বিষয়ে উন্নতি করার কথাও বলেভছেন। তিনি বলেন, ‘কিছু জিনিস রয়েছে সেগুলো আমাদের দূর করতে হবে এবং কাজ করার চেষ্টা করব, আরও ভাল করার চেষ্টা করব। এই আসরটি মাত্র শুরু হলো। আসুন দেখি কীভাবে পুরো বিশ্বকাপটি শেষ হয়। তখন আমরা পর্যালোচনা করব কী পরিবর্তন হতে পারে, আমরা কোন জিনিসটা আরও ভাল করতে পারি, কীভাবে আমরা বিশ্বকাপ আরও ভালো করতে পারি।’