ফুলবাড়ীগেট প্রতিনিধি
পাটকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের ৩ দিনের কর্মসূচী ঘোষণা করেছে। শুক্রবার বিকালে খুলনার আটরা শিল্পাঞ্চলের আফিল জুটমিল মজদুর ইউনিয়নে শ্রমিক জনসভায় পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচীর মধ্য রয়েছে আজ ৬ মার্চ সকাল ১১ টায় এ্যাজাক্স জুটমিলস শ্রমিক কলোনীতে ফেডারেশনের জরুরীসভা, ৭ মার্চ খুলনা শ্রমপরিচালকের দপ্তরে বৈঠক, ১৩ মার্চ সকল ব্যক্তি মালিকানাধীন জুটমিলের চাকুরীরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। এসময় নেতৃবৃন্দ বলেন, আগামী ঈদুল ফিতরের পূর্বে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ না করলে আন্দোলনের কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে। আফিল জুট মিল মজদুর ইউনিয়নের নেতা আব্দুস সালামের পরিচালনায় বক্তৃতা করেন মহসেন জুট মিলের প্রবীণ শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, মোঃ গোলাম রসুল খান, মোঃ সাইফুল ইসলাম, সাইফুল্লাহ তারেক, সেকেন্দার আলী , লিয়াকত মুন্সি , কাবিল আহম্মেদ , নিজামউদ্দিন, কাবিল হোসেন, হুমায়ুন মেম্বার, শেখ এলাহী, ওবায়দুর রহমান, বাবুল শেখ, বক্তিয়ার সিকদার, আঃ ওহাব, শহিদুল সর্দার , আমির মুন্সি প্রমুখ ।