পাটকেলঘাটা প্রতিনিধি : বাংলাদেশ প্রি ক্যাডেট স্কুল এন্ড কিন্ডার গার্ডেন এসোসিয়েশন বৃত্তি পরিক্ষায় পাটকেলঘাটা আল ফারুক আদর্শ একাডেমীর অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বৃত্তি পরীক্ষায় প্রথম শ্রেনির ১ম গ্রেডের তাউফিকা রহমান, ২য় শ্রেনির ২য় গ্রেডের জাকিয়া সুলতানা, ১ শ্রেনির সাধারণ গ্রেডের রিদওয়ানুল হক, ৩য় শ্রেনির সাধারণ গ্রেডের মুকিতুজ্জামান, ৩য় শ্রেনির সাধারণ গ্রেডের মুজাহিদুর রহমান, ৫ম শ্রেনির সাধারণ গ্রেডের সুমাইয়া আক্তার মীম বৃত্তি পেয়ে চমক সৃষ্টি করেছে। এ ফলাফলে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাকবৃন্দরা শিক্ষকদের সাধুবাদ জানান।