তালা/পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরায় চলমান পরিস্থিতিতে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, মারপিটসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় দলীয় নেতাকর্মীদের তালিকা তৈরি করে সাংগঠনিক ব্যবস্থা নিতে শুরু করেছে ছাত্রদল। এরই অংশ হিসেবে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তালা উপজেলার পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ রিজভী আহমেদকে গত বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কার করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বেশ কিছু পরিবার বহিস্কৃত শেখ রিজভী আহমেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে। তাদের মধ্যে শেখ আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মনি, মোহাম্মদ গোলাম সরদার, শফিকুল, জসিম সরদারসহ অনেকে। ভুক্তভোগীদের দাবি ৫ আগস্ট রিজভী ও তার দলবল নিয়ে হামলা চালিয়ে বাড়িঘর লুট করে ও অগ্নিসংযোগ করে। এ বিষয়ে বহিষ্কৃত আহবায়ক শেখ রিজভী আহাম্মেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে রিসিভ না হওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহবায়ক রিজভী বহিষ্কার
Leave a comment