দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়ায় স্বামীহারা বোনকে পিতার সম্পত্তি থেকে ভাই কর্তৃক উচ্ছেদসহ হামলা করেছে ভাই। চলাচলের রাস্তায় ঘর তুলতেই বোন বাধা দিলে তার উপর হামলা করে হাত ভেঙে দেয়া হয়। দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে স্বামীহারা বোন বর্তমানে বাড়িতে অবস্থান করছে। এ ব্যাপারে ভুক্তভোগী দিঘলিয়া থানায় মামলা করেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, দিঘলিয়া উপজেলা সেনহাটি ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন মরহুম ইউসুফ আলী শেখের মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি ছেলে-মেয়েদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়। স্বামীহারা বোন খোদেজা বেগম (৪৫) ঘরবাড়ি তৈরি করে বসবাস করছিল। তারই আপন ভাই রাসেল হোসেন (গফুর) বোনের জায়গায় জোর করে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর তৈরি করে। বোন খোদেজা বাধা দিলে ভাই হামলা করে আহত করে। ভাই রাসেল প্রভাবশালী হওয়ায় এলাকার জনপ্রতিনিধিসহ কেউ টু-শব্দ করতে সাহস করে নি। আহত খোদেজা চিকিৎসা শেষে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী বোন জানান, ভাই গফুর মিয়া তার বিরুদ্ধে গত ৫/৬ দিন আগে মিথ্যা চুরির মামলা দিয়ে তাকে হয়রানি করছে।