জন্মভূমি ডেস্ক : দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে আস্থার শঙ্কায় ছিল দেশের পুঁজিবাজার। নির্বাচনের ভোটগ্রহণ পরবর্তী এই শঙ্কা অনেকাংশই কেটে গেছে। ফলে বাজারে ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরেছে। সর্বশেষ চার কার্যদিবসের তিন কার্যদিবস সূচক বড় উত্থান দেখা গেছে। এই সময়ে সূচক বেড়েছে ৫৭ পয়েন্ট। আর গতকাল বৃহস্পতিবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন বেড়ে সাড়ে ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এদিন বাজারে বিক্রেতার তুলনায় ক্রেতার চাপ বেশি থাকায় দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৬০টির। এছাড়া ১৭৮টির দাম অপরিবর্তিত ছিল। দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি একাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম ফ্লোর প্রাইস ভেঙে ওপরে উঠে এসেছে। এতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০১ পয়েন্টে উঠে এসেছে। এর মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পর লেনদেন হওয়া চার কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক বেড়েছে ৫৭ পয়েন্ট।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৭ পয়েন্টে অবস্থান করছে। এর মাধ্যমে শেষ পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই সূচক বাড়ল। সব কয়টি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়ে সাড়ে ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৭৫২ কোটি ৮৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫০৮ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ২৪৪ কোটি ৩৭ লাখ টাকা। এর মাধ্যমে গত বছরের ১৩ ডিসেম্বরের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হলো। এই লেনদেন বাড়াতে সব থেকে বড় ভূমিকা রেখেছে দেশবন্ধু পলিমারের শেয়ার। দিনভর কোম্পানিটির ৩৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৭৭ লাখ টাকার। ২০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑওরিয়ন ইনফিউশন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, এমারাল্ড অয়েল, রূপালী ব্যাংক, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং বসুন্ধরা পেপার।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৪টির এবং ৮২টির দাম অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে ১১ কোটি ১৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬ কোটি ৫৮ লাখ টাকা।