শেখ মোহাম্মদ আলী, শরণখোলা
দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে পূর্ব সুন্দরবনে আজ (১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে জেলেদের মাছ ধরা। সেই সাথে দ্বার খুলেছে সুন্দরবনে পর্যটনের। মাছ ধরার গোন না থাকায় ৫ সেপ্টেম্বর থেকে শরণখোলার জেলেরা সুন্দরবনে যাত্রা করবে বলে জানা গেছে।
সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারের মৎস্য আড়ৎদার জালাল মোল্লা ও তুহিন বয়াতী বলেন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের নদী খালে জেলেরা মাছ ধরতে পারবে এ জন্য জেলেরা সুন্দরবনে যাওয়ার প্রস্ততি নিতে শুরু করেছেন তবে তিথি অনুযায়ী মাছ ধরার গোণ না থাকায় ৫ সেপ্টেম্বর থেকে জেলেরা সুন্দরবনে যাত্রা করবে। জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে তিন মাস মাছ ধরা বন্ধ থাকায় শরণখোলার ৪ সহ¯্রাধিক জেলে পরিবার নিদারুন অর্থ কষ্টে পড়ে অনেক দায় দেনায় জড়িয়েছে কেউ কেউ কাজের আশায় ঢাকা চট্রগ্রাম চলে গেছে। জেলেদের স্বার্থে সুন্দরবনে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় সীমা কমপক্ষে এক মাস কমিয়ে দেওয়ার জন্য ঐ মৎস্য আড়ৎদারদ্বয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের নদী খালে মৎস্য সম্পদ বৃদ্ধি ও বণ্যপ্রাণীর প্রজনন নির্বিঘœ করার লক্ষ্যে বনবিভাগ ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশ ও মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের নদী খালে মাছ ধরা ও পর্যটকদের বনে প্রবেশের তিন মাসের নিষেধাজ্ঞা উঠে গেছে। জেলেদের মাছ ধরার পাস ( অনুমতি পত্র) দেওয়ার জন্য তারা এখন বসে আছেন কিন্তু গোন না থাকায় জেলেরা ৫ সেপ্টেম্বর থেকে পাস গ্রহণ করবেন বলে জেলে মৎস্যজীবিদের সূত্রে জানতে পেরেছেন বলে ঐ ষ্টেশন কর্মকর্তা জানিয়েছেন।
পূর্ব সুন্দরবনে মাছ ধরা শুরু হচ্ছে আজ ঃ দ্বার খুলেছে পর্যটনের
Leave a comment