মোরেলগঞ্জ প্রতিনিধি : বর্তমান সরকারর প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে বাগেরহাটের মোরেলগঞ্জে জনসভা অনুষ্ঠিত হয়ছে। মোরেলগঞ্জ সলিমাবাদ ডিগ্রী কলজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধাপ্রাপ্ত হাজার হাজার মানুষ সভায় অংশ গ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। সভাপতিত্ব করেন উপজলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক। উপজেলা পরিষদ এ ধন্যবাদ জ্ঞাপন সভার আয়োজন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. মােশাররফ হােসন, পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার, ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক সভাপতি এইচ. এম বদিউজ্জামান সােহাগ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।
সহকারি কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুস, থানার ওসি মোঃ সাইদুর রহমান ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন মোরশেদা আক্তার ও সামছুর রহমান মল্লিক।