তেরখাদা প্রতিনিধিঃ ৪ নভেম্বর বিকেল ৫টার দিকে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে জঙ্গীবাদ,মাদক,সন্ত্রাসের মূল উৎপাটন করে একটি সুখী সমৃদ্ধি দেশ গড়তে প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমের কারণে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশ হবে স্মার্ট বাংলাদেশ। তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ জনতা একযোগে কাজ করার আহবান জানান। খুলনা জেলা পুলিশের আয়োজনে থানা কমপ্লেক্স ভবনের চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার পিপিএম-সেবা সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ নাজমুল হুসেইন খাঁন।স্বাগত বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবার রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।