তেরখাদা প্রতিনিধিঃ বাংলাদেশের কৃতি ফুটবলার আব্দুস সালাম মূর্শেদী এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশে অভাবনীয় সাফল্যের দ্বার উন্মোচিত হয়েছে। দেশের মানুষ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে জীবনমান উন্নয়ন করছে।তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শীতার কারণে দেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছে। দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা দেশের হাল ধরে অতি অল্প দিনেই বিধ্বস্ত বাংলাদেশের নাম মুছে দিয়ে বাংলাদেশকে উন্নয়ন শীল দেশে রূপান্তরিত করেছেন। দেশের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নয়নসহ সকল সেক্টরে উন্নয়নে দেশ আজ স্বর্ণ শেখরে পদার্পন করেছেন।তিনি বলেন, এদেশের অসচ্ছল লোকদের সচ্ছলতা ফিরিয়ে আনতে শেখ হাসিনা নানামূখি উন্নয়ন ত্বরান্বিত করছেন। দেশে অসচ্ছল মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে বিভিন্ন ভাতা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটি সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণেই। তিনি দেশের উন্নয়নের চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য জনগণের প্রতি আহবান জানান। আব্দুস সালাম মূর্শেদী এমপি গত ৩০ আগস্ট দিন ব্যাপী উপজেলার নাচুনিয়া গ্রামে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে তথ্য আপার উঠান বৈঠকে, পরে তেরখাদা উপজেলার নতুন বাসস্ট্যান্ডে আধুনিক ওয়াশব্লকের উদ্বোধন অনুষ্ঠানে,বিকেলে তেরখাদা বাজার সংলগ্ন এলাকায় আওয়ামী লীগের উন্নয়ন নিয়ে গণ সংযোগ ও মতবিনিময়কালে এবং পরে তেরখাদা ইউনিয়নের কাচিকাটা হাতিসুড়ো গ্রামে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম,ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খান, থানার ওসি সরদার মোশাররফ হোসেন, অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ মোতালেব হোসেন। তথ্য আপা মোসাঃ তাছলিমা খাতুনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এফ এম মফিজুর রহমান,নওয়াব আলী টিপু,শেখ রাজা মিয়া,মোল্যা জিয়াউর রহমান,রূপসা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক,মোঃ বাদশা মল্লিক,মোঃ আব্বাস মোল্যা,আনদী মোহান্ত,উকিল উদ্দিন লস্কার,শেখ শারাফাত হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ উজ্জ্বল শেখ, ইউপি মেম্বার জেসমিন আক্তার ও নিয়ামত তরফদার, যুবনেতা এস এম ওবায়দুল্লাহ বাবু ও শেখ শামীম আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আনিচুল হক, শ্রমিকলীগ নেতা মোঃ জিল্লুর রহমান নান্নু, কৃষকলীগ নেতা এস এম নাজমুল ইসলাম,ইমাম হোসেন বাবু,খান ফরাদুজ্জামান সুমন, ছাত্রলীগ নেতা শেখ হোসাইন আহমেদ ও শেখ আনারুল ইসলাম।