ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় বর্ধিত সভা নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, সহ-সভাপতি সৈয়দ আলতাফ হোসেন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. হিটলার গোলদার, সাংগঠনিক সম্পাদক শেখ আসলাম আলী, শ্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার রহমান।
সভায় নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজি মো. মহসিন, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ, নলধা-মৌভোগ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফকিরহাটের নলধা-মৌভোগে আওয়ামী লীগের বর্ধিত সভা
Leave a comment