ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট-ঢাকা মহাসড়কের ফকিরহাটের পালেরহাট এলাকায় কাভার ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত রাজু সরকার (২৪) গোপালগঞ্জ কলেজের ছাত্র বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর ১২টার দিকে ওই কলেজ ছাত্র কাটাখালী দিক থেকে মোল্লাহাট বাড়ি যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাজু সরকার মারা যান।
খবর পেয়ে মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। কাভার ভ্যানের চাকা রাজু সরকারের মাথার উপর দিয়ে চলে যাওয়ায় সে ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছেন। তবে ঘাতক কাভার ভ্যানটি আটক হয়নি। নিহত রাজু সরকার মোল্লাহাটের আড়জুরি ইউনিয়নের উত্তর আমতলী গ্রামের তপন কুমার সরকারের ছেলে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
ফকিরহাটে কাভার ভ্যানের চাপায় কলেজ ছাত্র নিহত
Leave a comment