ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ২০২৩-২০২৪ অর্থবছরে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিউটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় একদিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অর্গানিক বেতাগায় প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাথাওয়াত হোসেন।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরত জাহান। এসময় আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, সোলাইমান মন্ডলসহ অন্যান্যরা। এসময় ৩০জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
এদিকে প্রশিক্ষণ চলাকালে ভিডিও কনাফারেন্সের মাধ্যমে প্রকল্প পরিচালক ডা. মো. এমদাদুল হক বলেন বানিজ্যিক কৃষিতে ফকিরহাট উপজেলার কৃষকদের এই প্রশিক্ষণ কাজে লাগবে। এতে তারা কৃষিতে আরো ভাল করতে পারবেন।