ফকিরহাট প্রতিনিধি : ‘কন্দাল ফসল করবো চাষ, সূখে থাকবো বার মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে তিনদিন ব্যাপি কৃষি মেলা শুরু হয়েছে।
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নবনির্মিত এসএএও কোয়াটার চত্ত্বরে মেলার শুভ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে বুধবার (২৯ মে) বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আজজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতিকনা দাস, নির্বাচন কর্মকর্তা মো. মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন প্রমূখ। শেষে অতিথিরা লতিকচু, মূখি কচু, পানি কচু, গাছ আলু, মিষ্টি আলু, কাসাভা সহ বিভিন্ন কন্দাল ফসলের বিভিন্ন জাত পরিচিতি ও উৎপাদন প্রযুক্তি বিষয়ক স্টল পরিদর্শণ করেন।
ফকিরহাটে কৃষি মেলার উদ্বোধন

Leave a comment