ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে প্রতিভা প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় আট্টাকী বালুর মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রতিভা প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড মাদ্রাসার পরিচালক মো. জাকির হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. বুলবুল কাদির, সহকারী প্রধান শিক্ষক রোকসানা আক্তার, সহকারী শিক্ষক মরিয়ম আক্তার, সম্পা ইসলাম, আকলিমা আক্তার, অফিস সহকারী মনিরা খাতুন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সোহাগ হোসেন, হাওলাদার গোলাম মোস্তফা, মো, শহীদুল শেখসহ বিভিন্ন অভিভাবক, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।