ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুর রহমান টুকুন স্মৃতি আন্ত: ইউনিয়ন ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ফকিরহাট ইউনিয়ন দলকে হারিয়ে নলধা-মৌভোগ ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় নলধা-মৌভোগ ইউনিয়ন দল ১-০ গোলে ফকিরহাট ইউনিয়ন দলকে পরাজিত করে। ফকিরহাট বিএনপির আয়োজনে ও মুলঘর স্পোটিং ক্লাবের পািরচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য ও একাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের বিএনপির মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি, বিএনপি নেতা ইফতেখার আহম্মেদ পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আয়োজন কমিটির আহবায়ক সৈয়দ মাসুদুল ইসলাম। এসময় উপজেলা যুবদলের আহবায়ক মুশফিকুজ্জামান রিপন, যুবদলের সদস্য সচিব লায়ন শেখ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ, জিয়া পরিষদের সভাপতি প্রভাষক মোবাশ্বের হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মইন উদ্দিন মেরু। এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন আলমগীর কবির, বামরুজ্জামান কাম, রবি, সাগর, পলাশ, জাহাঙ্গির হোসেন, এনামুল, জাকির প্রমূখ। খেলা পরিচালনা করেন মিরাজ সরদার, সহযোগি ছিলেন জসিম উদ্দিন ও রাজু আহম্মেদ। খেলায় চ্যাম্পিয়ন দলকে ৩০হাজার টাকা ও রানার্স আপ দলকে ২০হাজার টাকা প্রদান করা হয়।