ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট সদর বাজার এলাকা সহ টাউন-নওয়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য পণ্য বিক্রির তালিকা না থাকায় ৫টি মুদিদোকান, প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় নিউ কানন ফার্মেসী ও সরকারি জায়গা দথল করায় ভাংগাড়ি দোকানের মালিক মো. আব্রাহিমকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ আগষ্ট) সকাল ১০টার দিকে অভিযানে মোট ৭টি প্রতিষ্ঠানকে মোট ৯হাজার ৩’শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় পেশকার মো. মিজানুর রহমান সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী এ তথ্য নিশ্চিত করে বলেন বিভিন্ন কারনে ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অভ্যাহত থাকবে।
ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
Leave a comment