ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাজি আজহার আলি কলেজে মঙ্গলবার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো: মোজাম্মেল হকের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মো: মোজাম্মেল হকের উচ্চ ডায়াবেটিস ও পায়ে মারাত্মক ক্ষতজনিত অসুস্থতার কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ বিভাগে চিকিৎসাধীন আছেন।
শিক্ষকের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাওলাদার মুজিবুর রহমান। দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: আ. বারী। এসময় কলেজের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাওলাদার মুজিবুর রহমান তার বক্তব্যে বলেন, আমাদের সহকর্মী ও সহকারী অধ্যাপক মোজাম্মেল হক একজন কর্তব্য নিষ্ঠ স্বচ্ছ মানুষ। ঈশ্বরের কাছে তার দ্রুত সুস্থতা কামনা করি।